তারুণ্যের শীত পোশাক

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

shiter poshakভোরের শিশির, রাতের কুয়াশা জানান দিচ্ছে শীতের। শুধু জিনস, টি-শার্ট পরে আর চলছে না। গরম কাপড় চাই এখন। তবে খুব ভারি নয়, হালকা জ্যাকেট বা বেস্নজারই যথেষ্ট এ সময়ে। বাজার ঘুরে দেয়া হলো সে সবেরই খোঁজ।

গরম কাপড় মানেই এখন আর মোটা কাপড় বোঝায় না। তা ছাড়া তরুণরা চান, শীতের কাপড়ে যেন ফ্যাশনটাও হয় ঠিকঠাক। আর তাই তো এখন বাজারে হালকা গরম কাপড়ের কাটছাঁটে বৈচিত্র্যের অভাব নেই। বলছিলেন ফ্যাশন হাউস আর্টিস্টি’র প্রধান ডিজাইনার শাহিন পারভেজ। মোটা স্যুট-কোট বা হাত থেকে পা অবধি শিতের পোশাকের আবরণে নিজেকে মুড়িয়ে রাখা ঠিক পছন্দ নয় অনেকের। কাপড়ের ধরনের সঙ্গে রং আর নকশাটাও দেখে নেন ছেলেরা। ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান বলেন, শীতের পোশাকে এখন হালকা-পাতলার চল। জ্যাকেট আর বেস্নজারের মিশ্রণে তৈরি নতুন ধরনের শিতের পোশাক তাই আছে ছেলেদের পছন্দের শীর্ষে। আজকাল এ পোশাকের ভেতরে গরম কাপড় বা ‘ইনার’ পরে নেন অনেকে। ফলে জ্যাকেট বা বেস্নজার একটু পাতলা হলেও চলে।

পাতলা বা কৃত্রিম চামড়া, জিনস, সুতি, গ্যাবার্ডিন, মখমল কাপড়ের বেস্নজার বা জ্যাকেট, উলের তৈরি পাতলা নানা রঙের সোয়েটার ইত্যাদি বেশ চলছে এবারের শীতে। আসিফ ইবনে মান্নান বলেন, তবে এসব জ্যাকেটে হাই শোল্ডার, বড় আকারের বোতাম, হাতা বা নিচের দিকটায় নানা ধরনের কাটের চল এসেছে। কোনো কোনো জ্যাকেটের সামনের দিকে বোতামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চেইন। চাইলে জ্যাকেটের বুক খুলে ভেতরে রঙিন টি-শার্ট পরে বেরোতে পারেন। হুডি জ্যাকেটও মিলবে বাজারে। উলের সোয়েটারে গোল গলার পাশাপাশি ভি গলা চলছে। সামনের দিকে বুক পর্যন্ত কেটে কোনোটিতে আবার দুই তিনটি রঙিন বোতাম এঁটে দেয়া আছে। ফুল হাতার এসব সোয়েটারের হাতার দিকে আলাদা রঙ তার উজ্জ্বলতা বাড়িয়ে তুলেছে। গ্যাবার্ডিন কাপড়ের ক্যাজুয়াল বেস্নজারে এক রঙ ছাড়াও মিলবে নানা ধরনের ওয়াশ। ফলে এগুলো বেশ বৈচিত্র্যময়। জ্যাকেট বা বেস্নজার, যেটাই পরুন না কেন, সঙ্গে হাইনেক বুট আর গলায় পেঁচিয়ে নিতে পারেন স্কার্ফ। ব্যস, এটুকুতেই এ শীতে আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়।

দরদাম
ডিজাইনের পাশাপাশি দামের ভিন্নতা আছে শিতের পোশাকে। তবে বিভিন্ন ধরনের চামড়ার নকশা করা জ্যাকেট কেনা যাবে ১৮০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। ক্যাজুয়াল বেস্নজার মিলবে ১৪০০ থেকে ৪০০০ টাকায়। হুডি জ্যাকেট বা সোয়েটার দোকান ভেদে কেনা যাবে ১০০০ থেকে ২৫০০ টাকায়। তা ছাড়া উলের সোয়েটারের দাম পড়বে ৭০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত।

যেখানে পাবেন
রাজধানীর আর্টিস্টি, ওটু, একস্ট্যাসি, ফ্রিল্যান্ড, স্মার্টেক্স, তানজিম স্ট্রিট, ক্যাটস আই, প্লাস পয়েন্ট, ইনফিনিটিসহ বিভিন্ন ফ্যাশন হাউস, বসুন্ধরা সিটি, নিউমার্কেট ও তার আশপাশ, উত্তরা, ধানম-ির বিভিন্ন শপিং মল, মিরপুর ছাড়াও রাজধানীর প্রায় সব মার্কেটেই কিনতে পারেন শীতের পোশাক।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G