টি২০ বিশ্বকাপ : উড়েই গেল অস্ট্রেলিয়া

প্রথম প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৭ অপরাহ্ণ

নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ। চেনা উইকেট, চেনা পরিবেশ, কেন যেন তারপরও অসি বাহিনী পেরে উঠল না অতিথি দল নিউজিল্যান্ডের বিপক্ষে। আজ টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৮৯ রানে হেলে লজ্জায পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

টস জিতে কেন ফিল্ডিং নিয়েছে অসি অধিনায়ক সেটা তিনিই ভাল বলতে পারবেন! ২০ ওভারের টি২০ ম্যাচে নিউজিল্যান্ড অসি বোলারদের তুলধূণ বানিয়ে ২০০ রান জমা করে মাত্র ৩ উইকেটের খরচায়।

ওপেনিং জুটিতে নামা ডেভন কনওয়ে আর ফিন এ্যালিন মিলে যা করেছে, তাতে অসিদের মুখ লুকানো উচিত। ৫টি বাউন্ডারি আর ৩টি ছক্কা দিয়ে ফিন করলেন ১৬ বলে ৪২! ডেভন কনওয়ে তো আরোেএক ধাপ উপরে। তিনি করলেন ৫৮ বলে অপরাজিত ৯২, তাতে ছিল ৭টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার। এরপর অধিানয়ক উইলিয়ামসন করলেন ২৩ বলে ২৩, তাতেই কাজ হয়ে গেল।

২০১ রানের জবাবে অসি বাহিনী মাত্র ১১১ রানে অলআউট। তাও আবার ১৭.১ ওভারে! বিস্ময়কর হলেও সত্য ঘটনা।  অসি বাহিনীর সেরা রান সংগ্রহকারীর নাম হলো ম্যাক্সওয়েল ২০ বলে ২৮।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G