পাকিস্তান ২০২৩ এশিয় কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে – রজিম রাজা

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২, ২০২২ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

আগামী বছর এশিয়া কাপের ভেন্যু অনিশ্চিত। কারণ ভারত পাকিস্তানে যাবে না। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, পাকিস্তান ২০২৩ এশিয়া কাপ থেকে প্রত্যাহার করার কথা বিবেচনা করতে পারে। যদি ভারত অংশ নিতে সম্মত জানায়, এবং পাকিস্তানের আয়োজক অধিকার ঠিক থাকে।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের ফাঁকে রামিজ বলেছেন, “এটা এমন নয় যে আমাদের হোস্টিং অধিকার নেই এবং আমরা এটি আয়োজন করার জন্য অনুরোধ করছি। আমরা রাইটস ফেয়ার অ্যান্ড স্কোয়ার জিতেছি। যদি ভারত না আসে এবং পাকিস্তানের কাছ থেকে এশিয়া কাপ কেড়ে নেওয়া হয় তাহলে হয়তো আমরাই প্রত্যাহার করে নেব।”

অক্টোবরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ,এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ভারতীয় বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বলেছিলেন, “এশিয়া কাপ ২০২৩ একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।” কারণ ভারত পাকিস্তানে যেতে পারে না। শাহের মন্তব্যের কয়েকদিন পর, ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর একজন প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেছেন, ভারতের পাকিস্তান ভ্রমণ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের উপর নির্ভর করবে।

ভারত পাকিস্তানে শেষ সফর করেছিল ২০০৮ সালে এশিয়া কাপে। যেখানে পাকিস্তান সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তান ২০১২ -১৩ সালে সাদা বলের সিরিজের জন্য ভারত সফর করার পর থেকে দেশগুলির মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট হয়নি। দলগুলি কেবল এসিসি এবং আইসিসি ইভেন্টে একে অপরের সাথে খেলেছে। সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালের এশিয়া কাপে এবং অক্টোবরে মেলবোর্নে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা একে অপরের সাথে দুবার খেলেছিল।

রামিজ বলেন, আমরা দেখিয়েছি আমরা দারুণ আয়োজন করতে পারি। আমি দ্বিপাক্ষিক ক্রিকেট সংক্রান্ত সমস্যাগুলি বুঝতে পারি, তবে এশিয়া কাপ একটি বহু-জাতির টুর্নামেন্ট, এশিয়ান ব্লকের জন্য প্রায় বিশ্বকাপের মতোই বড়।’

সূত্র : ক্রিকইনফো

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G