প্রতিবন্ধী শিক্ষার্থীর দায়িত্ব নিল সেনাবাহিনী

প্রকাশঃ মে ১৭, ২০১৭ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ পূর্বাহ্ণ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী বরাবরই শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মেধাবী প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমার শিক্ষার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী।

সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়েই স্বপ্ন পূরণে নতুন দিশা পেল খাগড়াছড়ির পানছড়ির প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমা।

সদ্য এসএসসি পাস করা পিতৃহীন বোধিপ্রিয় চাকমার পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান এসইউপি, পিএসসি। বোধিপ্রিয় চাকমার কলেজে ভর্তিসহ এক বছরের খরচ আগাম পরিশোধ ও ভবিষ্যতে তার উচ্চ শিক্ষার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমার হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।

পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সুতকর্ম্মা পাড়ার মৃত সুকুমার চাকমা ও বিনা চাকমার ছেলে প্রতিবন্ধী বোধিপ্রিয় চাকমা পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালে ইলেকট্রিক্যাল বিভাগ থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.০৭ পেয়ে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি জানার পর ঐ শিক্ষার্থীর সহযোগিতার হাত বাড়ান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান এসইউপি, পিএসসি।

উল্লেখ্য, পাহাড়ের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানো সেনাবাহিনীর নতুন কিছু নয়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনপদের মানুষের নিরাপত্তা, আত্মসামাজিক সমৃদ্ধি, জীবনমান উন্নয়নে পাহাড়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G