প্রথা ভাঙল আইসিসি, আইনি লড়াইয়ে যাবেন কামাল

প্রথম প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

kamalপ্রথা ভেঙে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সভাপতি ও আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন।

অথচ নিয়ম অনুযায়ী আইসিসির সভাপতি হিসেবে এবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেয়ার কথা ছিল বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের।

শুধু তাই নয় অাইসিসি সভাপতি হওয়া সত্ত্বেও বিশ্বকাপের ট্রফি মঞ্চেই ছিলেন না তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন। একই মঞ্চে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনসহ কয়েকজন কর্মকর্তা এবং শচীন টেন্ডুলকার।

এর প্রতিবাদ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘অনেক অাগে থেকেই ওরা চেয়েছিল, অামি যেন মঞ্চে না উঠি। ওটা ওদের পরিকল্পনাই ছিল। অামার বিপক্ষে একটা কারণ পেয়েই সেটা এদিন ব্যবহার করেছে।’

এ ঘটনাকে তিনি সংস্থার গঠনতন্ত্র বিরোধী বলেও দাবি করে বলেছেন, অামি সত্যিই হতাশ। বাংলাদেশে ফিরেই এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) -এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন তিনি।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করে আইসিসির তোপের মুখে পড়েন মুস্তফা কামাল। তার ওই বক্তব্য প্রকাশের পরই আইসিসির প্রধান নির্বাহী বিবৃতি দিয়ে লোটাস কামালের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান। ধারণা করা হচ্ছে বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় মুস্তফা কামালের অধিকার থেকে বঞ্চিত করেছে আইসিসি।

এ বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্ষোপ প্রকাশ করে আইসিসির সভাপতি মুস্তফা কামাল বলেন, আমি ক্রিকেটের হয়ে লড়ছি, আমি লড়বো। আমি সেদিন যা করেছি ক্রিকেটের সার্থেই করেছি।

তিনি আরো বলেন, আমি আবারো বলবো, আমি সেদিন দেশের (বাংলাদেশ) পক্ষে যেভাবে দাড়িয়েছি, ক্রিকেটের পক্ষেও সেভাবে দাড়িয়েছি। আমি ভারতের বিপক্ষে না, হয়তো সেদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করতো না, হারতো। কিন্তু আমি একটি প্রতিযোগিতা মূলক খেলা দেখতে চেয়েছিলাম, আমার দেশের (বাংলাদেশ) কতটুকু শক্তি সেটা দেখতে চেয়েছিলাম। আমি সেটার পক্ষে লড়েছি। সুতরাং আমি কখনো একবারও ভারতের বিপক্ষে কথা বলিনি।

সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমি তো আইসিসির সভাপতি, ইন্ডিয়ান কাউন্সিলের সভাপতি না, আর এটা যদি (আইসিসি) সত্যিই ইন্ডিয়ান কাউন্সিল হয়ে থাকে তাহলে তো আমাকে পদত্যাগ করা উচিত, কারণ আমি তো ইন্ডিয়ান কাউন্সিলের সভাপতি না।

প্রসঙ্গত, আইসিসি সভাপতি সাধারনত বিশ্বকাপ জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো। তা তিনি দিয়েছিলেন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। নইলে এটা আইসিসির সভাপতিদেরই অধিকারের মধ্যে পড়ে।

১৯৯২ সালে যেমন ইমরান খানের হাতে ট্রফি তুলে দেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট কলিন কাউড্রি। গতবার ধোনির হাতে কাপ তুলে দেন শারদ পওয়ার। ১৯৯৯ সালে জগমোহন ডালমিয়া। কিন্তু এবার সম্ভবত তা আর হচ্ছে না।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G