বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়নদো কাল শুরু

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৩, ২০২৩ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

“বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০২২”, আগামীকাল শহীদ সোরোওয়ারদি ইনডোর স্টেডিয়াম মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে। সিনিয়র ক্যাটাগরিতে নারী ও পুরুষ দুইটি বিভাগে বিভাগে ২৪ টি স্বর্ণপদক জয়ের এর লড়াই বা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু ১৪তম জাতীয় আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০২২” এ প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হারুন ও আব্দুল খলিল আর ম্যাট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় দাস।

উক্ত প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্যামাপ্রসাদ বেপারী, সাবেক যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়, এবং মিনহাজ উদ্দিন মিনটু, উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান ঢাকা দক্ষিণ এর ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

এ ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশে তায়কোয়নদোর প্রবর্তক‌ ও বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এসোসিয়েশনের মহাসচিব, মাস্টার সোলায়মান সিকদার ও এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাগন।

অংশগ্রহণকারী দল বা জেলা সমূহের নামের তালিকা –

১. বাংলাদেশ আনসার ও ভিডিপি, ২. ঢাকা, ৩. কুমিল্লা, ৪. নরসিংদী, ৫. মুন্সিগঞ্জ, ৬, সিলেট, ৭. চট্টগ্রাম, ৮. শরিয়তপুর, ৯. গাজীপুর, ১০. মানিকগঞ্জ, ১১. নারাযনগঞ্জ, ১২. ফরিদপুর, ১৩. রংপুর, ১৪. মাগুড়া, ১৫. বগুড়া, ১৬. নোয়াখালী, ১৭. সুনামগঞ্জ, ১৮. বি-বাড়িয়া, ১৯. বরিশাল, ২০. লালমনিরগাট।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G