বিশ্বকাপ জ্বরে সিলেট নগরী

প্রথম প্রকাশঃ নভেম্বর ২১, ২০২২ সময়ঃ ৩:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

শফিকুর রহমান সিলেট থেকে

শুরু হলো ফিফা ওয়াল্ডকাপের ২৩ তম ফুটবলের মেঘা আসর। এই আসরকে কেন্দ্র করে সারাদেশের মতো সিলেটের ফুটবল প্রেমিকদের মধ্যে চলছে  তুমুল তোড়জোড় ও প্রতিদ্বন্দ্বীতা।

কেউ কেউ আর্জেন্টিনা সাপোর্টার আবার কেউ কেউ ব্রাজিল এর সাপোর্টার।

এই দুই দলকে ঘিরেই রয়েছে চরম উত্তেজনা।  গতকাল বাংলাদেশ সময় রাত ১০ টায় মরুর বুকে ঝড় তুলতে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতার ০-২ গোলে হেরেছে ইকুয়েডর বিপক্ষে।
কাতারের রাজধানী দোহার আল বায়েত ফুটবল স্টেডিয়ামে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল পুরো একমাস চলবে।
সারাদেশের মতো সিলেটের ফুটবল দর্শকরাও
ঘুমহীন রাত কাটাবেন ফুটবল প্রেমে। অপেক্ষার প্রহর কাটাচ্ছে কখন ব্রাজিল আর আজের্ন্টিনার ম্যাচ দেখতে পাবে।
কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন এটা জানার জন্য দর্শকদের পুরো একমাস অপেক্ষা করতে হবে।
সিলেটের পাড়া মহল্লায়, ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও ইংল্যান্ড, ফ্রান্স, ও জার্মানির পতাকা শোভা পাচ্ছে।
দর্শকদের মনে একটা আক্ষেপ থাকবে, চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি এবারের আসরে নেই।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G