বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ

প্রথম প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

1423508401অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৭টি প্রশাসনিক পদ থেকে ১৪ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বুধবার পূর্বাহ্নে তাদের পদত্যাগপত্র গৃহিত হয়েছে মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, কিছু দাবি আদায়ের লক্ষ্যে গত ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১৮ জন শিক্ষক মোট ৩৫ টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। এরমধ্যে ৪ জন শিক্ষক ৮টি পদে তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে দায়িত্বে যোগদান করেন। বাকি ১৪ জন শিক্ষক ২৭টি পদে তাদের পদত্যাগপত্র প্রত্যাহার না করায় অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) জানিয়েছেন, পদত্যাগকারী শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহার করার জন্য মৌখিকভাবে বহুবার এবং লিখিতভাবে সময় দিয়ে তিনবার অনুরোধ জানানো হলেও তারা তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেন নি।

এমতাবস্থায়, উক্ত পদের বিপরীতে প্রদত্ত পদত্যাগপত্র আগামী ৩১ মার্চ ২০১৫ তারিখের মধ্যে প্রত্যাহারপূর্বক অর্পিত দায়িত্ব পালনের জন্য ৩য় পত্রের (স্মারক নং-বেরোবি/রেজি:/ পত্র/২০১৫/১৩১০(১-১৪), তারিখ: ২৫-০৩-২০১৫) মাধ্যমে আবার অনুরোধ জানানো হলেও তারা উক্ত সময়ের মধ্যে তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেন নি। এমনকি বুধবার দুপুর ১২ টা পর্যন্ত শিক্ষক সমিতিও লিখিত বা মৌখিকভাবে এ ব্যাপারে কোন কিছুই জানায়নি। ফলে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

এদিকে পদত্যাগপত্র গ্রহণ করায় এসব শুন্য পদে তাৎক্ষনিভাবে কাউকে নিয়োগ দেওয়া না হলেও অতিদ্রুত নিয়োগ দেওয়া হবে বলেও জানা গেছে।

এব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, দীর্ঘ অপেক্ষার পরেও তাদের (পদত্যাগকারী শিক্ষক) কোন সাড়া না পেয়ে ৯০ হাজার শিক্ষার্থীর কথা ভেবে ভর্তিপরীক্ষা গ্রহণ ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য উপায়হীন হয়েই তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G