মাঠে ফিরলেন মেসি

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

messiআর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠে অবশেষে বার্সেলোনা রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করছেন। বার্সেলোনা ‘বি’ দলের কোচ জেরার্দ লোপেসের মাধ্যমে স্প্যানিশ ভাষার ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ মেসির অনুশীলনে ফেরার খবরটি জানায়।

আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪।

লোপেস বলেন, মেসি অনুশীলন করেছে। আমি দেখেছি, তার অবস্থা ভালো।তাকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখেছি। মেসির সুস্থ হয়ে ওঠার খবরে আগামী সপ্তাহে হতে যাওয়া ক্লাসিকোয় তার খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুর লিগামেন্টে ইনজুরির পর থেকে মেসি মাঠের বাইরে রয়েছেন। কিন্তু নিবিড় পুনর্বাসের পরে নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠে ফিরেছেন বলে বার্সা শিবিরেও স্বস্তি ফিরে এসেছে। সোমবার তিনি দলের সাথে পূর্ণ অনুশীলন সেশনের ঘাম ঝড়িয়েছেন। বার্সেলোনার ওয়েবসাইটেও এ সংক্রান্ত পোস্ট দেয়া হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G