রিয়াল কোচের বিদায় চূড়ান্ত!

প্রথম প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৮:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Carlo-Ancelotti-gurusdeportivos-comকার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রাখা হবে কী-না সেই ব্যাপারে চলছে আলোচনা। নিজের ভবিষ্যত নিয়ে ফ্লোরেন্টিনো পেরেজ ও হোসে অ্যাঞ্জেল পেরেজের সঙ্গে এখনও বৈঠকে বসেননি আনচেলত্তি।

তবে এই ইতালিয়ান কোচকে যে আর রাখা হবে না সেটি নাকি পুরোপুনি চূড়ান্ত করে ফেলেছে লস ব্লাঙ্কুসরা। এমনটিই দাবি করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মারকা। জনপ্রিয় ক্রীড়া দৈনিকের শনিবারের সংস্করণের বর্ণনা মতে, কোচ আনচেলত্তিও নাকি তার বিদায়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন।

আগের মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্বপ্নের লা দেসিমা জিতিয়ে প্রশংসার জোয়ারে ভাসেন এই ইতালিয়ান কোচ। আর চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে বড় কোনো ট্রফি জেতাতে না পারায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। ব্যর্থতার জের ধরে চাকরিই হারাচ্ছেন তিনি। অথচ এক বছর আগে এটা কল্পনাও করেননি তিনি।

এদিকে শনিবার গেটাফের বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলার পরই আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের বৈঠকে বসার কথা রয়েছে। সেখানেই হয়তো তাকে পত্রপাঠ ধরিয়ে দেয়া হবে।

এসি মিলান, চেলসি ও পিএসজির সাবেক কোচ আনচেলত্তি শনিবার প্রেসিডেন্ট বক্সে বসেই রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন।নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে বসতে পারবেন না তিনি।

আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ বরখাস্ত করলে তার পরিবর্তে কে রোনালদোদের কোচ হয়ে বার্নাব্যুতে আসবেন সেটা এখনও নিশ্চিত নয়। যদিও নাপোলি কোচ রাফায়েল বেতিতেজের নামটিই বেশি উচ্চারিত হচ্ছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G