রেকর্ড গড়লেন হাশিম আমলা

প্রথম প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৪:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক , প্রতিক্ষণ ডটকম:

Cricket WCup South Africa Irelandক্যানবেরায় আইরিশদের ওপরে রীতিমত তাণ্ডব বইয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪১১ রানের বিশাল স্কোর গড়ে তোলে প্রোটিয়ারা। ১৫৯ রান করে আউট হন ওপেনার হাশিম আমলা।

শুধু সেঞ্চুরি করাই নয়, এই ম্যাচের মধ্য দিয়ে ক্যারিয়ারে অসাধারণ দুটি মাইলফলকে পৌঁছে গেলেন হাশিম আমলা। গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড।

ওয়ানডে ক্রিকেটে এতদিন দ্রুততম ২০ সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের বিরাট কোহলি। এবার কোহলির রেকর্ড ভেঙে দিলেন আমলা। দ্রুততম ২০ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছার রেকর্ড শুধুই আমলার দখলে।

কোহলি ১৩৩ ইনিংস খেলে ২০তম সেঞ্চুরি করেন। আমলা এর চেয়ে আরও অনেক দ্রুততায়, মাত্র ১০৮ ইনিংস খেলে (১১১ ম্যাচে) এই মাইলফলকে পৌঁছান। ১২ ব্যাটসম্যান হিসেবে ২০ সেঞ্চুরির ক্লাবে নাম লেখান আমলা।

পাশাপাশি এদিন ওয়ানডে ক্যারিয়ারে তার সর্বোচ্চ রানও করেন আমলা। ১২৮ বলের ইনিংসে ১৬টি চার ও চারটি ছক্কায় ১৫৯ রান করে আউট হন প্রোটিয়া টপ-অর্ডার ব্যাটসম্যান।

এর আগে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান। দ্রুততম ৩ হাজার ও ৪ হাজার রানের রেকর্ডেও তিনি ছাড়িয়েছিলেন ভিভ রিচার্ডসকে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G