শেভের পর জ্বলুনি বন্ধ করবেন যেভাবে

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৯:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

shaving

অনেক ছেলেরাই রেজর দিয়ে দাড়ি শেভ পর গালে প্রচণ্ড জ্বলুনি অনুভব করেন। অনেকের দাড়ি কাটার পর পরই মুখে র‍্যাশ ওঠা শুরু হয়, গাল লালচে হয়ে জ্বলতে থাকে। এই সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন খুব সহজে।

চলুন তবে জেনে নেয়া যাক রেজর দিয়ে দাড়ি শেভের জ্বলুনি কিভাবে বন্ধ করবেন।

দাড়ি কাটার পূর্বে করণীয়:

১. প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন। প্রয়োজনে স্ক্রাবার ব্যবহার করে মুখের মরা চামড়া দূর করে দিন।

২. দাড়ি নরম করে নিন। গরম পানিতে গোসলের শেষের দিকে দাড়ি কাটার পদ্ধতি শুরু করতে পারেন। এতে করে জ্বলুনি কমবে।

৩. ভালো কোনো শেভিং ক্রিম বা জেল ব্যবহার করুন। এতে দাড়ি আরও নরম হবে।

৪. ধারালো রেজর বেছে নিন। কারণ যতো ধারালো হবে ততো আরামদায়ক হবে শেভ। এতে জলুনির সমস্যাও কমবে।

দাড়ি কাটার সময় করণীয়:

১. দাড়ি উঠার উল্টো দিকে রেজর টেনে দাড়ি কাটলে জ্বলুনি অনেক বেশি বেড়ে যাবে। তাই এই দিকে নজর রাখুন।

২. ছোট ছোটো করে অল্প টানে দাড়ি কাটুন রেজর দিয়ে। রেজরের লম্বা টান জ্বলুনি বাড়ানোর জন্য দায়ী।

৩. প্রতিবার দাড়ি কাটার পর রেজর ধুয়ে ময়লা পরিষ্কার করে নিন। এতে করেও দাড়ি কাটতে সুবিধা হবে ও জ্বলুনিও থাকবে না।

দাড়ি কাটার পর করণীয়:

১. মুখ ভালো করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ও মুছে নিন।

২. আফটার শেভের পরিবর্তে ময়েসচারাইজার লোশন ব্যবহার করলে ত্বক ভালো থাকবে এবং জ্বলুনিও থাকবে না।

৩. রেজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখুন। এতে পরবর্তীতে দাড়ি কাটার সময় জ্বলবে না।

প্রতিক্ষণ/এডি/সজল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G