স্বার্থপর মানুষেরা বেশি সুখী

প্রথম প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

happyমানুষকে ভালোবাসা, অন্যের উপকার করা সম্পর্কে সব সময় ভালো ভালো কথা শুনেছি আমরা। যারা সামাজিক মানুষ তাদেরকেও আমাদের সমাজে খুব ভালো চোখে এখা হয়। অন্যদিকে যারা সামাজিক নন, কিছুতা স্বার্থপর ধরণের তাদের নিন্দায় মুখর আমাদের সমাজ। স্বার্থপররা নাকি কখনো সুখী হতে পারেন না, তাঁদেরকে কেউ ভালোবাসে না, তাঁদের জীবন কাটে নিঃসঙ্গতা আর কষ্টে এমন কথাই শুনেছি আমরা। কিন্তু আসল সত্যটা হলো, আজকের দুনিয়ায় একটু স্বার্থপর হওয়া ভালো এবং একটু স্বার্থপর মানুষেরাই আসলে জগতে অধিক সুখী।

আসুন যুক্তি দিয়ে বিচার করি কেন স্বার্থপর মানুষেরা অধিক সুখী।

তারা কখনোই সবাইকে খুশি করার চেষ্টা করেন না

অন্যকে খুশি রাখা জগতে সবচাইতে কঠিন কাজ। আর সবাইকে একসাথে খুশি রাখাতো অসম্ভব। স্বার্থপর মানুষেরা এই কাজটি করার চেষ্টাও করেননা। নিজের খুশিটাই তাদের কাছে সবচেয়ে বড়। তাই সকলের চোখে স্বার্থপর হলেও আসলে তারা নিজের সুখই নিশ্চিত করেন।

অন্যের জন্য ভেবে হতাশায় ও কষ্টে ভোগেন না তারা

স্বার্থপর মানুষেরা আগে নিজের জন্য ভাবেন। অন্যের কথা ভেবে তারা অস্থির হয়ে পড়েন না। তারা বোঝেন যে সকলকেই নিজের ভাবনা নিজে ভাবতে হয়। ফলে তারা জীবনে অধিক সুখী হয়ে থাকেন।

নিজের জন্য অনেক বেশি সময় পান তারা

সারা পৃথিবীকে নিয়ে অহেতুক ভাবেন না তারা। ফলে নিজের জন্য, নিজেকে নিয়ে নিয়ে ভাবার মত সময় তাদের অনেক বেশী। নিজের জন্য অন্যদের চাইতে অনেক বেশি চিন্তা করেন তারা। নিজেকে ভালো রাখার সব ধরণের চেষ্টা করে চলেন সবসময়। তাই অন্যদের চেয়ে সুখীও বেশি হন তারা।

পৃথিবীর সকল দায়িত্ব তারা নিজের কাঁধে নেয়না

আপনি চাইলেও নিজের সকলের, এমনকি সকল আপনজনের ভালো করতে পারবেন না। কেউ যদি নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা না করেন, তাহলে আপনি কীভাবে তাকে ভালো রাখবেন? স্বার্থপর মানুষেরা এই সত্যটি জানেন। তাই তারা সকলের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন না। ফলে অনেকটা সুখে শান্তিতে থাকতে পারেন।

স্বার্থপর মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি সময় পেয়ে থাকেন

যে কোন সম্পর্ক দেয়া ও নেয়ার নাম। কেবল দিয়ে গেলেই হয় না, বিনিময়ে পেতেও হয়। স্বার্থপর মানুষেরা নিজের পাওনাটার দিকে লক্ষ্য রাখেন বলেই সম্পর্কেও সুখী হয়ে থাকেন অন্যদের চাইতে বেশি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G