হাইকোর্টের সামনে হিজবুত তাহরীর মিছিল(ভিডিও)

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hijbut-tahri-1-1 হাইকোর্টের সামনে এবার প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীর। সোমবার দুপুর ১২টার দিকে  ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে হাইকোর্টের সামনের রাস্তায় জড়ো হয়  হিজবুত তাহরীরর সংগঠনটির কর্মীরা। সেসময় তারা বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

নিষিদ্ধ ঘোষিত সংঠনটির হঠাৎ এমন কর্মসূচীতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।hijbut-tahri-2-1

উল্লেখ্য, অনেক দিন চুপচাপ থাকার পর হঠাৎ করেই গত ৪ সেপ্টেম্বর অনলাইনে এই নিষিদ্ধ জঙ্গী সংগঠনটি সম্মেলন করে। তবে ঘোষণা দিয়ে এ সম্মেলন করলেও  পুলিশ বা র‍্যাবের পক্ষ থেকে তাদের বাঁধা দেয়া হয়নি।  এদিকে সম্মেলনের তিন দিনের মধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এমন কর্মসূচী সাধারণ জনগণের মধ্যে ভীতির সঞ্চার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রতিক্ষণ ডট কমকে জানান, ‘সংগঠনটির সকল কর্মকান্ড তাদের নজরদারিতে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়েছে হিজবুত তাহরীরের কর্মীরা’। আর তাদের অনলাইন সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ‘মূলত কারা কারা এ সম্মেলনে আসে তাদের শনাক্ত করার জন্য পুরো সম্মেলনটিই ধারণ করা হয়েছে, সেকারণে বাধা দেয়া হয়নি। ইতমধ্যে অনেক কর্মীকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করা হবে’।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G