গাছের ডালে ছাগল

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৮:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

সোহেল রানা সবুজ

চারিদিকে ধু ধু মরু প্রান্তর। মাঝে মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে দু’চারটি গাছ। যার প্রত্যেকটি ডালে বিচরণ করছে বেশ কিছু ছাগল । এরা পাতা ও ফল খেয়ে পাল্টে দিচ্ছে পুরো গাছের চেহারা। অবিশ্বাস্য হলেও সত্যি, বিচিত্র এই ঘটনাটি ঘটছে মরক্কোয়। এখানে, বিভিন্ন এলাকায় থাকা অরগান নামের বৃক্ষে আরোহণ করছে ছাগল। এর পাতা ও ফল ছাগলের সুস্বাদু খাবার হওয়ায়, বছরের পর বছর ঘটছে এই ঘটনা।

1অরগান গাছ দেখতে অনেকটা অলিভ গাছের মতো। প্রচন্ড গরমে যখন মরুভূমিতে উদ্ভিজ প্রাণের পরিমাণ যখন কমে আসে, ছাগলের জন্য পর্যায্ত খাবারের অভাব দেখা দেয়, তখন বেচে থাকার প্রয়োজনে তাদের নজর যায়, উঁচু গাছের দিকে। তারা চেষ্টা করতে থাকে গাছে চড়ে প্রয়োজনীয় খাবার সংগ্রহের। ব্যর্থ হতে হতে তারা একটি সময় সফল হয় অরগান গাছের আরোহণে। জীবন সংগ্রামে টিকে থাকার এ কৌশল আয়ত্তকরণের ফলে, তারা অনায়াসেই আরোহণ করতে পারে অরগান গাছের চূড়ায়। আর তাই দল বেধে ছাগলের গাছে আরোহণের এই দৃশ্য এখন দেখা যায় হরহামেশাই।
অরগান ফলের ভেতর বাদামের মতো একটি বিচি থাকে, যা ছাগলের পেটে সহজে হজম হয় না। জাবর কাটার সময় বিচি গুলো বের করে দেয় তারা। কৃষকেরা এই বিচিগুলো সংগ্রহ করে, কারণ এ থেকে বিশেষ এক ধরনের তেল বেচর হয়, যা দিয়ে রান্না ও প্রসাধনী তৈরীর কাজে ব্যবহার করা হয়। শরীরের বার্ধক্যরোধ ও দৈহিক শক্তি বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী অরগান তেলের চাহিদা ব্যাপক। এ কারণেই বাজারজাতকারীরা এই তেল সংগ্রহের জন্য ছচাগলদের অরগান গাছে আরোহণের সুযোগ করে দিচ্ছে। তবে, অরগান গাছে ছাগলের এই আরোহণের ফলে, দিন কে দিন কমে যাচ্ছে এই গাছের সংখ্যা। আর তাই, দেশটির কর্তৃপক্ষ এই সংগ্রহের জন্য বর্তমানে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এতে, অরগান গাছ রক্ষা এবং ছাগলের আহারের ব্যবস্থ্ াদুটিরিই প্রাধান্য দেয়া হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/এস. আর. এস

সবাই যা পড়ছে
বিচিএ প্রানীর দ্বীপ মাদাগাস্কার
৫৮ হাজার টাকায় এক ডিম!
অজানা কিছু বিচিত্র তথ্য
রংধনু নদী!
একটি গাছে ৯ টি বাড়ি!

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G