জামালপুরে ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ, কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার 

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেন। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে এলাকাবাসী ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক সামনুরী ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাঁশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর—এই পাঁচটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ নরুন্দি স্টেশনের ওপর নির্ভরশীল। সড়কপথে চলাচলে নানা দুর্ভোগের কারণে এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা এবং দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ করা জরুরি। একজন অংশগ্রহণকারী ইউসুফ আলী বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি—নরুন্দি স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক। এটি পুরো এলাকার মানুষের দাবি। রেলপথই আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম, অথচ অবকাঠামোগত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত।” নরুন্দি রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. মাহমুদুল হক জানান, যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় প্রায় এক ঘণ্টা তিস্তা এক্সপ্রেস ট্রেন বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

November 2025
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
20G