প্রতিক্ষণে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ডিসেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ণ

protikhon-logoদেশের আনাচে কানাচে যত নেতিবাচক সংবাদ আছে তার পেছনে আমরা প্রতিনিয়ত ছুটি। গণমাধ্যমের কর্মীরাও আমাদের ছোটায়। অথচ ইতিবাচক সংবাদকে আমরা অবলীলায় অবজ্ঞা করি। সকল গণমাধ্যমে একই ঘটনার একই ধরণের ছবি, শিরোনাম ও সংবাদ বিশ্লেষণ হয়। ঘটনার পেছনের ঘটনা নিয়ে খুব একটা অনুসন্ধানী রিপোর্ট কি আমরা দেখতে পাই? বিনোদন মানেই যেন বিদেশি নায়িকার অশ্লীল অপ্রাসঙ্গিক ছবি, অতিব্যক্তিগত খবর নিয়ে মাতামাতি। অথচ দেশীয় শিল্পীদের ভালো কাজগুলো আমরা কজনইবা তুলে ধরি? আমরা নিজ দেশের চলচ্চিত্র নিয়ে ব্যঙ্গ করি, অথচ ভারতীয় চলচ্চিত্রে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। পাশ্ববর্তী দেশে আমাদের কোন চ্যানেল চালানোর অনুমতি নেই। অথচ তাদের চ্যানেলগুলোর সিরিয়াল আমরা দিনরাত দেখি। আর মুখে দেশপ্রেমের বড় বড় কথা বলি। এটাই কি দেশপ্রেমের লক্ষণ ???

এরকম আরও অনেক প্রশ্নের উত্তরের সন্ধানে এক ঝাঁক স্বপ্নচারী ও সৃজনশীল মানুষকে সাথে নিয়ে ২০১৫ এর জানুয়ারী থেকে নব উদ্যমে যাত্রা শুরু করে অনলাইন পত্রিকা ‘প্রতিক্ষণ’ । শুধুমাত্র আনুষ্ঠানিকতা দেখানোর জন্য নয়, অন্তরের অন্ত:স্থল থেক যারা দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করেন এবং যাদের নিমোক্ত যোগ্যতা আছে কেবল তারাই আবেদন করতে পারেন।

পদের নাম : রিপোর্টার (কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা)

পদের সংখ্যা : ৫ জন
আবেদনের যোগ্যতা:

* যেকোন বিষয়ে অনার্স বা মাস্টার্স পাস হতে হবে। তবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হলে অগ্রাধিকার দেয়া হবে।

* প্রার্থীকে অনুবাদে পারদর্শি হতে হবে।

* বাংলা ভাষা ও বানান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।

* প্রার্থীকে অবশ্যই সৃজনশীল হতে হবে।

* কম্পিউটার ও ইন্টারনেটে পারদর্শি হতে হবে।

* ডেইলি ইভেন্ট নিউজ এর পাশাপাশি ফিচার লেখার যোগ্যতা থাকতে হবে।

* সর্বোপরি অনলাইন পত্রিকা সম্পর্কে স্পষ্ট ধারণা এবং নিউজ সেন্স থাকতে হবে।
বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ সময় : ৩০ শে মার্চ  ২০১৬ । ই-মেইলে সরাসরি আবেদনপত্র এবং বায়োডাটা পাঠাতে পারেন [email protected]

যোগাযোগঃ ০১৫৩৪ ৫৮১০৮৮

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G