যখন যে রঙের পোশাক পড়বেন

প্রকাশঃ মার্চ ৯, ২০১৬ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

color

রঙের রয়েছে অনেক মানে, অনেক ভাষা। ভাষা কীভাবে? একেক উপলক্ষে একেক রঙ একেক ধরনের কথা বলে, বুঝিয়ে দেয় আপনার অনুভূতি। এই যেমন ধরুন, লাল গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। তাই আমরা ভালোবাসা দিবসে লাল রঙের কাপড় পড়ে থাকি। আবার যদি হয় তা শোক দিবস, তাহলে সমবেদনা জানাতে পড়ি কালো রঙ। বাঙালি আমরা, আবহমানকাল ধরেই উৎসব প্রিয়। প্রতিটি উপলক্ষেই দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিন্দুমাত্র কার্পণ্য করি না। তাই দেশ মাতার যে কোনো উপলক্ষেই আমাদের প্রাণপ্রিয় পতাকার সাথে মিল রেখে পোশাক পরিধানে ব্যতিক্রম হয় না কখনো। তাই বুঝতেই পারছেন রঙেরও রয়েছে ভাষা। এগুলো ছাড়াও আরো অনেক মুহূর্ত আছে যখন পোশাক নির্বাচনের ক্ষেত্রে রঙের ব্যাপারটি বিবেচনা করতে হয়। আমরা অনেকেই হয়তো এ ব্যাপারে জানি না। চলুন তাহলে আজ জেনে নিই কখন কী রঙের পোশাক পড়লে আপনাকে লাগবে সবচেয়ে বেশি মানানসই-

১. অফিস যাওয়ার সময় কোন রঙের পোশাক পড়বেন তা নিয়ে বিপাকে আছেন? অফিসের জন্য সাদা, ক্রিম, ধূসর, হালকা গোলাপি, স্কাই ব্লু রং বেছে নিতে পারেন।

২. বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে গেলে বেছে নিতে পারেন হালকা রঙের পোশাক। হালকা রঙে গাঢ় প্রিন্টও পড়তে পারেন।

৩. উপলক্ষ যদি হয় প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানো, তাহলে পড়তে পারেন সাদা, হালকা সবুজ, হলুদ, ক্রিম কালার কিংবা লাল রঙের কোনও শেড।

৪. জাকজমকপূর্ণ পার্টির জন্য হালকা মেরুন, গাঢ় ধূসর, ম্যাজেন্টা, সিলভার, বটল গ্রিন, গ্রাঢ় গোলাপি রং ভালো মানাবে।

৫. শীতকালে পড়তে পারেন লাল, হলুদ, উজ্জ্বল সবুজ অথবা নীল রং।

৬. গরমকালে হালকা রঙটাই সবচেয়ে বেশি উপযোগী। বেছে নিতে পারেন হালকার মধ্যে যেকোনো রঙ। যেমনঃ গোলাপি ও আকাশি।

৭. বর্ষার সময় যেকোনো গাঢ় রং বেছে নিতে পারেন।

৮. বসন্তে বেছে নিতে পারেন গোলাপি, হলুদ, আকাশি বা সবুজ রঙের পোশাক।

৯. রাতে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে গাঢ় রং ভালো মানাবে। গ্লিটার দেওয়া পোশাকও বেছে নিতে পারেন।

১০. আর দিনের বেলার অনুষ্ঠানে পড়তে পারেন হালকা রঙের পোশাক। সবচেয়ে ভালো মানাবে যদি হলুদ, আকাশি, হালকা কমলা কিংবা হালকা গোলাপি রঙের পোশাক পড়েন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G