আগামী বছরের (২০২৬) ফুটবল বিশ্বকাপে পুরস্কার অর্থ আগের আসরের তুলনায় ৫০ শতাংশ বেশি হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা টুর্নামেন্টটির জন্য রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আর্থিক বরাদ্দ অনুমোদন দিয়েছে।
ফিফা জানিয়েছে, এই বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশ—৬৫ কোটি ৫০ লাখ ডলার—দেয়া হবে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। ৪৮ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার, আর রানার্সআপ পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১৬টি দল পাবে ৯০ লাখ ডলার করে। পাশাপাশি, বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী প্রতিটি দেশ প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত ১৫ লাখ ডলার পাবে।
এদিকে ফিফা কাউন্সিল আরও জানিয়েছে, ২০২৬ সাল থেকে অনূর্ধ্ব-১৫ বয়সীদের জন্য সব সদস্য দেশের অংশগ্রহণে একটি যুব টুর্নামেন্ট চালু করা হবে। প্রথমে ছেলেদের প্রতিযোগিতা শুরু হবে, পরে ২০২৭ সালে মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করা হবে। এছাড়া ২০২৮ নারী ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
প্রতি / এডি /শাআ