আপনার ম্যাট্রেস পরিষ্কার রাখার কিছু পরামর্শ

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৬ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

 

রা

ম্যাট্রেসে দাগ পড়েনা এ কথা  নিশ্চয়ই বলা যাবে না। বাসার যাদের বাচ্চা আছে তারা বিষয়টি ভালই উপলব্ধি করতে পারবেন। ম্যাট্রেসে দাগ কিংবা অপ্রীতিকর গন্ধে প্রতিদিন আমাদের অস্বস্তিতে পড়তে হয়। আসুন  জেনে নিই কিভাবে আপনার ম্যাট্রেস পরিষ্কার রাখবেন।

বাসায় ম্যাট্রেসের দাগ দূর করার সেরা পদ্ধতিঃ

-তিন ভাগ হাইড্রোজেনের ২৫০ মিলিগ্রাম (যে কোন ফার্মেসীতে পাবেন।)

-তিন টেবিল চামচ বেকিং সোডা

-এক ফোঁটা তরল সাবান কিংবা ডিটারজেন্ট

আপনি এই মিশ্রণ দ্রুত ব্যবহার করতে পারেন। তাহলে ভাল ফলাফল পাওয়া যাবে।

এটি যেভাবে ব্যবহার করবেন :

ব্যবহারের পূর্বে বোতলটি ভালভাবে নাড়িয়ে নিন। এবার ম্যাট্রেসের ময়লা অংশে মিশ্রণটি স্প্রে করুন।এবার ফেনার জাদুকরী কাজ দেখুন। আপনি ঐ অংশ শুকিয়ে  যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।কিংবা দ্রুত শুকানোর জন্য পাখা ব্যবহার করতে পারেন। শুকিয়ে যাওয়ার পর আপনি একটি শুকনো ব্রাশ কিংবা ক্লিনার ব্যবহার করতে পারেন।

এবার লক্ষ্য করুন সব দাগ নিমিশে দূর হয়ে গেল। আপনার ম্যট্রেসটি একদম নতুনের মত  পরিষ্কার গেছে।যা দেখে আপনি নিজেই চমকে যাবেন।

প্রতিক্ষণ/এডি/জেডআর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G