দীর্ঘ বিরতি শেষে আলোচিত তিন তারকা অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও তানিয়া বৃষ্টি আবারও ফিরছেন বড় পর্দায়।
ঢালিউডে নতুন মাত্রা যোগ করতে এই তিন অভিনেত্রী নিজেদের প্রস্তুত করেছেন নতুন চ্যালেঞ্জের জন্য—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট নির্মাতারা।
২০০৫ সালে ‘কাল সকালে’ দিয়ে যাত্রা শুরু করা অপু বিশ্বাস শেষবার দেখা গিয়েছিলেন তাঁর প্রযোজিত চলচ্চিত্র ‘লাল শাড়ি’-তে। দুই বছর বিরতির পর তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন ‘সিক্রেট’ নামের নতুন ছবিতে। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এতে তাঁর বিপরীতে থাকবেন আদর আজাদ। ডিসেম্বরেই শুরু হচ্ছে শুটিং।
জানা গেছে, ‘সিক্রেট’-এর পাশাপাশি আরো একটি নতুন সিনেমায়ও যুক্ত হয়েছেন অপু।
অপু বলেন, “দর্শক আমাকে আবার বড় পর্দায় দেখবে—এই ভাবনাটাই উত্তেজনাপূর্ণ। নতুন কাজ দিয়ে প্রত্যাশা মেটাতে চাই।”
২০০৮ সালে ‘আমার আছে জল’ দিয়ে বড় পর্দায় আসা বিদ্যা সিনহা মিম-ও নতুন বছরে ফিরছেন নতুন রূপে। শুটিং শুরু করেছেন নাম চূড়ান্ত না হওয়া একটি অ্যাকশন ঘরানার সিনেমার। এতে তাঁর নায়ক আরিফিন শুভ—এই জুটির এটি তৃতীয় কাজ। পরিচালনা করছেন সাইফ চন্দন। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। এছাড়া নতুন বছরে একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মিমকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে মিম জানান, “সিনেমা হলে দর্শকের সঙ্গে আবার দেখা করার অপেক্ষায় আছি।”
২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া তানিয়া বৃষ্টি দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে। রায়হান খানের পরিচালনায় তৈরি এই কোর্টরুম–ক্রাইম থ্রিলারে তানিয়ার সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদসহ আরও অনেকে। শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, মুক্তির অপেক্ষায় ছবিটি।
সিনেমাপ্রেমীরা মনে করছেন—ঢালিউডে বিদেশি শিল্পীর বাড়তি উপস্থিতি ও ছোট পর্দার কলাকুশলীদের ভিড়ের মাঝে নিজেদের জায়গা ধরে রাখতে এই তিন নায়িকার নতুন উদ্যম পুরো শিল্পী জগতের জন্যই ইতিবাচক বার্তা।
প্রতি/এডি/শাআ