আমরা চেষ্টা করবো যতটা সম্ভব মেসিকে থামাতে: ফ্রান্স কোচ

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে মরক্কোর রুপকথার ইতি ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। মরক্কোকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লিওনেল মেসির আর্জেন্টিনা বাধা টপকাতে হবে লাঁ ব্লুজদের। শিরোপা জিততে হলে ফ্রান্সের সবচেয়ে বড় বাধা হবে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি সেটা স্পষ্ট জানিয়ে দিলেন ফ্রান্সের কোচ। দেশম জানান, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব মেসিকে থামাতে।

কাতার বিশ্বকাপটা শুধু মেসিময়। আর্জেন্টাইন জাদুকর তার বা পায়ের ঝলকে প্রতিপক্ষের রক্ষণভাগকে তাসের ঘড়ের মতো উড়িয়ে দিচ্ছে। টানা ৩ ম্যাচে করেছেন গোল, সেই সাথে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের সাথে সমান সংখ্যক ৫ গোল নিয়ে লড়ে যাচ্ছেন এলএমটেন।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি করে যাচ্ছেন একের পর এক বিশ্বরেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টাইন জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ এসিস্টের মালিক এখন এই জাদুকর। গোল্ডেন বলের লড়াইয়ে সবার উপরে রয়েছেন তিনি। মেসির অতিমানবীয় পারফরমেন্সের জন্যই আলাদা করে ভাবাচ্ছে ফ্রান্স শিবিরে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্স কোচ দিদিয়ার দেশম বলেন, মেসি খুব ভালো ছন্দে আছে। তবে গেলো বিশ্বকাপ আর এবারের আসরে মেসির মধ্যে আছে বড় পার্থক্য। সে এখন স্ট্রাইকার হিসেবে খেলছে, যা অবাক করেছে আমাকে। তবে এই পজিশনে খেলে বাড়তি সুভিধা পাচ্ছে মেসি। আমরা চেষ্টা করবো যতটা সম্ভব মেসিকে থামাতে। ২০১৮ সালের চেয়ে এখন বেশি শক্তিশালি আর্জেন্টিনা

আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে নিজেদের শিরোপা ধরে রাখার ম্যাচে মাইটি আর্জেন্টিনার মুখোমুখি হবে লাঁ ব্লুজরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G