আর ফিরবেন না জুলাই যোদ্ধা হাদি

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ পূর্বাহ্ণ

আধিপত্যবাদবিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি আর নেই। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়,“ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শোক প্রকাশ করে লিখেছেন,
“আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। You failed to kill Osman Hadi!”

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সম্মুখসারিতে সক্রিয় ছিলেন ওসমান হাদি। পরবর্তীতে তিনি ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তুলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। বিভিন্ন টেলিভিশন টক শোতে তার উপস্থিতি ও যুক্তিতর্ক ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বক্তব্যের একাধিক ভিডিও ভাইরাল হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এর আগে গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে নিজের ফেসবুক পেজে হত্যার হুমকির কথা জানিয়েছিলেন ওসমান হাদি। তিনি দাবি করেছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে ফোন ও বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। ঐ পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘খুনি ক্যাডাররা’ তাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। তবে প্রাণনাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলেও তিনি স্পষ্ট করেছিলেন।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G