ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলের জয়

প্রথম প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

english20140816123022ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল এক সাথে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে লিচেস্টার সিটিকে। ম্যানচেস্টার সিটির হয়ে ১টি করে গোল করেন ডেভিড সিলভা ও জেমস মিলনার। প্রথমার্ধের অতিরিক্ত (৪৫+২) সময়ে ডেভিড সিলভা গোল করে লিড এনে দেন।

ডি বক্সের ভেতর থেকে শট নিয়ে লিচেস্টার সিটির জালে সহজেই বল পাঠান স্পেনের তারকা মিডফিল্ডার সিলভা।

এরপর ম্যাচের শেষ সময়ে জেমস মিলনার দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ডানপ্রান্ত থেকে নাভাসের ক্রস থেকে গোল আদায় করে নেন জেমস মিলনার।

আর জয়ের জন্যে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৮৯ মিনিটে আশলে ইয়াং রেডডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন ইয়াং। এ জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ লিগের সবচেয়ে জয়প্রিয় ক্লাবটি।

অন্যদিকে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে।আর্সেনালের হয়ে অ্যালেক্সিস সানচেজ ও অলিভার গ্রিউড ১টি করে গোল করেন। কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে ৮২ মিনিটে ব্যবধান কমান চার্লি অস্টিন।

প্রতিক্ষণ/এডি/রাইন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G