ইতিহাস সৃষ্টিকারী মরক্কো কি পারবে বিশ্বকাপ জিততে?

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১২:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

রূপকথার সেমিফাইনালে দৌড়ে অ্যাটলাস লায়ন্স ফুটবল ইতিহাস সৃষ্টি করলেও এখন অপেক্ষা করছে ফ্রান্স। ফুটবল বিশ্বকাপের ট্রফি তুলে নেওয়া থেকে দুই জয় দূরে ইতিহাস সৃষ্টিকারী মরক্কো। দলটি এই বছরের টুর্নামেন্টে এখনও পরাজিত হয়নি এবং গ্রুপ পর্বে কানাডার বিরুদ্ধে একটি মাত্র গোল হজম করেছে।

ক্রোশিয়ার বিপক্ষে ড্র করার সময় মরক্কো ইতিমধ্যে বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো বড় নামগুলোকে কাত করে ফেলেছে। তবে দল এবং ট্রফিতে একটি শটের মাঝখানে দাঁড়িয়ে ফুটবলের পরাশক্তি এবং বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বুধবার সেমিফাইনালে যাদের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্স।

তারা ফ্রান্সকে পরাস্ত করতে পারলে ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়া বা ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে রবিবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০ নভেম্বর কাতারে টুর্নামেন্ট শুরু হলে বিশ্বকাপের এই পর্যায়ে মরক্কো এখনও ঠিকে আছে বা থাকতে পারে তা খুব কমই বিশ্বাস করতেন। কিন্তু এখন রেগ্রাগুইয়ের দল এবং কাতার, মরক্কো এবং সারা বিশ্বে তার সমর্থকদের মধ্যে আশাবাদ বাড়ছে।

মরক্কো কি আবার প্রতিকূলতাকে বিপর্যস্ত করতে পারে এবং তাদের রূপকথার গৌরবে শেষ করতে পারে?

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G