ইয়েমেনের উদ্দেশ্যে পাঠানো ইরানী অস্ত্র আটকের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০২৩ সময়ঃ ১২:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

মার্কিন নৌবাহিনী মঙ্গলবার বলেছে তারা গত সপ্তাহে ইয়েমেনের উদ্দেশ্যে আসা অ্যাসল্ট রাইফেলের একটি চালান আটক করেছে। মার্কিন নৌবাহিনী বিশ্বাস করে যে ইরান থেকে এসেছে।

মার্কিন ৫ম নৌবহরের একটি বিবৃতিতে বলা হয়েছে, ওমান উপসাগরে একটি মাছ ধরার জাহাজে ২,১১৬ একে-৪৭ অ্যাসল্ট রাইফেল পাওয়া গেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছে ” অবৈধ পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি পথ” অতিক্রম করছিল।

বিবৃতিতে বলা হয়েছে মার্কিন বাহিনী গত দুই মাসে একই এলাকায় আরও দুটি মাছ ধরার জাহাজকে আটক করেছে যেগুলি ইরান থেকে ইয়েমেনে অস্ত্র বহন করছিল।

ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড, ইউএস ৫ম ফ্লিট এবং কম্বাইন্ড মেরিটাইম ফোর্সের কমান্ডার ভাইস অ্যাডএম ব্র্যাড কুপার বলেছেন, “এই চালানটি ইরান থেকে অস্থিতিশীল কার্যকলাপের একটি ক্রমাগত প্যাটার্নের অংশ।”

তিনি আরো জানিয়েছেন, “এই হুমকি আমাদের মনোযোগ আছে. নৌ-চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে বা আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে আপস করে এমন কোনো সামুদ্রিক কার্যকলাপ শনাক্ত করতে আমরা সজাগ থাকি।”

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G