ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

প্রথম প্রকাশঃ নভেম্বর ২১, ২০২৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (EDU) অনুষ্ঠিত হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিশেষ কর্মশালা।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত নতুন স্নাতক কর্মসূচির শিক্ষার্থীদের জন্য এই সেশন আয়োজন করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের কার্যকর প্রম্পট লেখার কৌশল, AI-এর উত্তরের মান উন্নত করার পদ্ধতি এবং ব্যবসায় বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণসহ বাস্তবক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন AI টুল ব্যবহার করে তাৎক্ষণিকভাবে প্রম্পট তৈরি ও পরিমার্জনের সুযোগ পান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দেশের মধ্যে প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে সমন্বিত করে তৈরি BSBA & AI প্রোগ্রামের অংশ হিসেবেই এই কর্মশালা আয়োজন করা হয়। তাদের মতে, ভবিষ্যতের কর্মজগতে ব্যবসায় জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে—এ বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষকদের মতে, কর্মশালাটি শুধু প্রযুক্তিগত প্রশিক্ষণ নয়; এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। চলতি শিক্ষাবর্ষে আরও কয়েকটি দক্ষতাভিত্তিক সেশন এবং ল্যাব-ভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে থাকতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তাদের একাডেমিক পাঠক্রমকে বাস্তব প্রয়োগের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G