এই গরমে পোশাকের আদবকেতা

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৬ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

তাজিন আকতার

13090160_526348924204130_753791194_n13082037_526346774204345_235066477_n (1)বিচ্ছিরি রকমের গরম পরছে, কিন্তু ফ্যাশনেবল সজীব থাকতে চান যেসব তরুণী তাদের জন্যই আজকের আয়োজন: 

# কুর্তি: সুতি কাপড়ের বা লিলেন কাপড়ের হালকা কাজ করা কুর্তি দিতে পারে আপনাকে দিনের বেলায় সস্তি এবং করে তুলতে পারে ফ্যাশনেবল।
রাতের বেলায় কিংবা অফিসের পার্টিতে পড়তে পারেন জমকালো এমব্রডারি করা কুর্তি।

# স্লিভলেস: স্লিভলেস পোশাকে যেসব তরুণী সাচ্ছন্দবোধ করেন তারা স্লিভলেস কুর্তি, শার্ট, টি-শার্ট বা গাউন পড়ে অনায়াসেই ভার্সিটি বা যেকোনো পার্টি, বা বিয়ের দাওয়াতে যেতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন পোশাকের কত ছাট এবং ডিজাইনের দিকে। কারণ সব পরিবেশে অব পোশাক মানানসই না।

# শাড়ি: বাঙালি নারী আর শাড়ি এ যেন এক অপূর্ব মেলবন্ধন। শাড়ি পড়তে চাইলে সুতি, টাঙ্গাইল, নেট, ওয়েটলেস জর্জেড, এর হালকা কাজে13084110_526346850871004_1077138752_nর শাড়ি দিনের বে13115638_526346730871016_827553634_nলায় এবং যদি রাতের বেলায় অনুষ্ঠান হয় তাহলে খানিকটা ভারী কাজের সেইম মেটেরিয়াল এর শাড়ি পড়তে পারেন। তাহলে সস্তি এবং ফ্যাশন দুজনই সমান গতিতে চলবে। চাইলে শাড়ির সাথে স্লিভলেস বা ঘটি হাত ব্লাউজ পড়তে পারেন।

# স্কার্টসুতির ঘের দেওয়া স্কার্ট বেশ আরামদায়ক হবে এই গরমে। ফ্যাশন প্রিয় তরুণীরা বাটিক করা, লেইস লাগানো স্কার্ট পড়তে পারেন। এই গরমে বেশ চলছে এই ফ্যাশন।

# জেগিংস: আরামদায়ক এবং বেশ ফ্যাশনেবল এই পেন্ট, টপস, শার্ট বা টি-শার্ট এর সাথে পড়তে পারেন কালারফুল জেগিংস।

# লেগিংস: টিনেজারদের বেশি পছন্দ টিশার্ট বা টপস সাথে বিভিন্ন টেক্সচার এর লেগিংস। এই পোশাক আরামদায়ক এবং ফ্যাশনেবল তো বটেই।

 কুর্তি,টপস,শাড়ি যাই কিছুই পড়ুন না কেন নিজেকে আরো বেশি সজীব, সতেজ এবং ফ্যাশনেবল রাখতে এই গরমে গাড় রঙের পোশাক এড়িয়ে চলুন। থাকুন সজীব,সতেজ এবং অবশ্যই ফ্যাশনেবল।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G