একই প্রতিষ্ঠানে ৮৪ বছর চাকরি করে বিশ্ব রেকর্ড শতবর্ষী ওয়াল্টারের
প্রতিক্ষণ ডেস্ক
আজকের করপোরেট দুনিয়ায় যেখানে চাকরি পরিবর্তন স্বাভাবিক ঘটনা, সেখানে ব্রাজিলের ওয়াল্টার ওর্তম্যান গড়েছেন অনন্য এক দৃষ্টান্ত। একই প্রতিষ্ঠানে টানা ৮৪ বছর ৯ দিন কাজ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন এই শতবর্ষী কর্মী।
১৫ বছর বয়সে শুরু, আজ তিনি ইতিহাস
ওয়াল্টারের কর্মজীবন শুরু ১৯৩৮ সালের ১৭ জানুয়ারি। বয়স তখন মাত্র ১৫। দরিদ্র পরিবারের বড় সন্তান হওয়ায় সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি চাকরি খুঁজতে যান রেনাক্স ইন্ডাস্ট্রিজ এসএ–তে (বর্তমানে রেনাক্স ভিউ)। জার্মান ভাষা জানতেন বলে সহজেই শিপিং সহকারী হিসেবে কাজ পান।
তিনি গিনেসকে বলেন,
“পরিবারকে সাহায্য করতে আমাকে চাকরিতে যেতে হয়েছিল। মা নিজেই আমাকে নিয়ে গিয়েছিলেন কাজ খুঁজতে।”
৮৪ বছরের নিষ্ঠা ও সাফল্য
শুরুটা ছিল সাধারণ একটি পদে। তবে মনোযোগ, দ্রুত শেখার ক্ষমতা ও দায়িত্ববোধের কারণে খুব দ্রুত প্রতিষ্ঠানের আস্থাভাজন হয়ে ওঠেন ওয়াল্টার। শিপিং সহকারী থেকে প্রশাসনিক সহকারী, এরপর সেলস ম্যানেজার—ধাপে ধাপে এগিয়ে গেছে তাঁর দীর্ঘ পথচলা।
সেলস বিভাগে যোগ দেওয়ার পর তিনি প্রতিষ্ঠানের গ্রাহক সম্পর্ক গড়ে তোলেন, দেশের বিভিন্ন শহরে ভ্রমণ করেন এবং কোম্পানির ব্যবসা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর যোগদানেই অনেক সময় অল্প দিনের কাজেই পূরণ হয়েছে মাসব্যাপী উৎপাদন লক্ষ্যমাত্রা।
এক জীবন, এক প্রতিশ্রুতি
ওয়াল্টারের জীবনের গল্প শুধু দীর্ঘ চাকরিজীবনের নয়—এটি দায়িত্ব, সততা ও কর্মপ্রেমে ভরা এক উদাহরণ। তাঁর মতে,
“আমি কখনো রেকর্ড গড়ার কথা ভাবিনি। তবে আজ বুঝি—একটি প্রতিষ্ঠানে এত দীর্ঘ সময় কাজ করাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর এই অসাধারণ যাত্রাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
ওয়াল্টারের জীবন আজকের প্রজন্মকে মনে করিয়ে দেয়—সফলতা সবসময় চাকরি বদলে নয়, কখনো কখনো এক জায়গায় নিষ্ঠার সঙ্গে পথ চলাতেই তৈরি হয় ইতিহাস।










