একটা গুলি, ৪৮ঘন্টার অনিশ্চয়তা-হাদির জীবনমৃত্যুর লড়াই
একটা গুলি…
শুধু একজন মানুষকে নয়,
আজ একটা সময়কেই আঘাত করেছে।”
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই,
গুলিবিদ্ধ হলেন
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী
শরিফ ওসমান হাদি।
এখন তিনি
লাইফ সাপোর্ট পেরিয়ে
৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে।
ডাক্তাররা বলছেন—
তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
একটা গুলি
কানের পাশ দিয়ে ঢুকে
মাথার অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।
ভাবুন…
এটা কি কেবল ‘হামলা’?
নাকি
একটা বার্তা?
ইনকিলাব মঞ্চ বলছে—
এই হামলা পরিকল্পিত।
আর যারা চব্বিশের গণ-অভ্যুত্থানে ছিল, তারা সবাই আজ নিরাপত্তাহীন।
প্রশ্ন একটাই—নির্বাচনের আগেই যদি কণ্ঠ থামাতে গুলি চলে, তাহলে ভোটের বাক্সে কী থাকবে?
আজ একজন হাসপাতালে, কাল কে? ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে শুধু একটাই আহ্বান—দোয়া।
আর রাষ্ট্রের কাছে—জবাব।












