একসাথে মাঠে নামছে ফুটবলের তারকারা

প্রথম প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

খেলা ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

e5bcfa2d2c43330f768a313392f1db1cম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, টটেনহ্যাম, চেলসি এবং লিভারপুল সবগুলো দলের খেলা আজ রাতেই দেখা যাবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে মধ্যরাতে পৃথক খেলায় মাঠে নামবে এই সব বড়দলগুলো। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠেই নামবে টেবিলের শীর্ষে অবস্থানে থাকা চেলসি। দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানসিটির থেকে এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে এগিয়ে আছে ব্লুজরা।

ক্যাপিটাল ওয়ান কাপ জেতার পর হোসে মরিনহোর শিষ্যরা নামবে ৪-২-৩-১ ছকেই। পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে মুখোমুখি হবে শেষ অবস্থানে থাকা লিসেস্টার সিটির। লিসেস্টারকে গুঁড়িয়ে দিতে ৪-৪-২ ছক এঁকেছেন ম্যানুয়েল পেলিগ্রিনি।

কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে খেলবে তৃতীয় অবস্থানে থাকা আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা খেলবে ৪-২-৩-১ ছকে। তবে মূল একাদশে নেই সানচেজের নাম।

নিউক্যাসলের মাঠে মুখোমুখি হবে চতুর্থ অবস্থানে থাকা ম্যানইউ। রোহো, ভ্যালেন্সিয়া, ডি মারিয়া, রুনি এবং ফ্যালকাওকে নিয়ে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছেন লুই ফন গাল।

পয়েন্ট টেবিলে সপ্তম এবং অষ্টম অবস্থানে থাকা টটেনহ্যাম হটস্পার এবং সোয়ান সিটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এছাড়া ঘরের মাঠে ৬ষ্ঠ অবস্থানে থাকা লিভারপুল খেলবে পুঁচকে বার্নলির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত ২ টায়।

ইংলিশ পিমিয়ার লিগের এই তারকা নির্ভর দলের খেলা দেখার জন্য দর্শকদের চোখ থাকবে টিভির পর্দায়। আনন্দে মাতবে নাকি বিষাদেপূর্ণ হবে তাদের মন তা ‍নির্ভর করবে কে কোন দলের সাপোর্টার।

প্রতিক্ষণ/এডি/কাউম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G