কী পড়বেন এই সময়টাতে?

প্রকাশঃ মার্চ ৩, ২০১৬ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

dress

এ যেন তিনটি আবহাওয়ার সংমিশ্রণ! রয়ে গেছে শীতের লেশটুকু, লাগছে গরম আবার সেই সাথে চলছে বসন্তের হাওয়াও।

সকাল হতে না হতেই সূর্যের চোখ রাঙানো দেখে ভয়ে যেন ঘাম ঝরে আমাদের। বিকালে মাঝে মাঝে সেই ঘর্মাক্ত দেহে বসন্তের হাওয়া আমাদের যেন উদাসীন করে দিয়ে যায়। আর গভীর রাতে জানালার ফাঁক দিয়ে আসা হিম বাতাস জানান দিয়ে যায়, ‘আমি শীত, আছি এখনো, বিদায় নেইনি।‘ আর অন্যদিকে, সময়টা এখন ‘অগ্নিঝরা মার্চ’- এর।

আবহাওয়া থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থা মানুষের পোশাক পরিধানে ভিন্নতা আনে। তাই এই তিন আবহাওয়া আর এক উপলক্ষ কি আপনার পোশাকে বৈচিত্র্য আনতে যথেষ্ঠ নয়?

আবহাওয়ায় যখন এত বৈশিষ্ট্য, আপনার পোশাকেও নাহয় থাকুক ভিন্নধর্মী কিছু ছোঁয়া। এই যেমন ধরুন, সকালে থেকে দুপুর পর্যন্ত গরম পড়ে। এসময় আপনি পড়তে পারেন গরম কম লাগে এমন পোশাক। শুধুমাত্র পোশাকের কাপড়টি ভারী না পাতলা তার উপর নির্ভর করে না যে ঐ পোশাকটি পড়লে আপনার গরম বা ঠাণ্ডা লাগবে কিনা। এখন আপনি যদি পাতলা একটি কালো রঙয়ের কাপড় পড়ে ভাবেন যে আপনার গরম লাগবে না তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ, কালো কাপড়ের তাপ শোষণ ক্ষমতা বেশি।

তাই আপনার পড়তে হবে কালো ছাড়া অন্য রঙের কাপড়। সাদা রঙের কাপড় পড়তে পারেন। এই কাপড়ের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম। তাই গরমে অস্বস্তি লাগা থেকে অনেকটাই বেঁচে যাবেন আপনি।

summer

এছাড়া পড়তে পারেন হলুদ রঙ। হলুদ এমন একটি রঙ যা চারপাশে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। হলুদ আপনাকে দেখাবে প্রাণবন্ত। তাছাড়া আগেই বলেছি যে, বসন্তকাল চলছে। তাই বুঝতেই পারছেন, প্রকৃতির সাথে মিল রেখেও আপনার পোশাক নির্বাচন হয়ে গেল আর সেই সাথে গরম থেকে মিলবে স্বস্তি।

সবুজ রঙটি সবসময়ই চোখে লাগে। উজ্জ্বল এই রঙ নজর কাড়ে সবার। সবুজ মানেই সজীবতা আর সতেজতা। আর তাই সবুজ রঙের কাপড়েও আপনাকে লাগবে সতেজ। তাছাড়া অগ্নিঝরা আর স্বাধীনতার এই মার্চ মাসের ছোঁয়াটুকুও না হয় লাগালেন আপনার পোশাকে।

এছাড়া গোলাপি, আকাশি, কমলা রঙও নির্বাচন করতে পারেন পোশাকের ক্ষেত্রে যা আপনাকে করে তুলবে আকর্ষণীয়। সেই সাথে পাবেন গরম থেকে মুক্তি। আর সাথেতো আবহাওয়া আর সময় অনুযায়ী ফ্যাশনতো আছেই।

তবে গরমে যদি গাঢ় রঙের পোশাক পড়তে আপনার অস্বস্তি লাগে, তাহলে সেসব পোশাক আপনি সন্ধ্যার দিকে পড়তে পারেন। তাহলে সকালে হবে শুভ্রের খেলা আর সন্ধ্যায় নাহয় রঙের খেলায় প্রকৃতির সাথে মিশে গেলেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G