কে নেবে বেহাল চট্টগ্রামের দায়ভার?
শারমিন আকতার:

হালদা (নদী) আমাদের মাদার্শা , বুড়িশ্চর, উরকিরচরবাসীর জন্য অভিশাপ না আশীর্বাদ? বলার কিছুই নাই! দেখার কেউ নাই ! করার কিছুই নাই ! আমাদের মদুনাঘাট বাজারের গতকালের অবস্থা।
এভাবে নিজেদের অসহায়ের ছবি ও ক্ষোভ ফেসবুকে প্রকাশ করছেন অনেকেই। যা দেখে বর্তমান অবস্থা সহজেই বুঝে নিতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। প্রত্যেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। আর ব্যক্তিকে নয় এখন নিয়তিকেই দুষছেন তারা। বন্দর নগরীর এ বেহাল দশা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পালিয়ে বাঁচতে পারলেই যেন সৌভাগ্যবান মনে করছেন নিজেকে।
পাহাড় আর অরণ্যে ঘেরা এ চট্টগ্রাম নিয়ে একসময় কতই না গর্ব ছিল স্থানীয়দের। যেদিকে তাকায় সবুজ আর সবুজ; কোথাও মাথা উঁচু করে নিশ্চল দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড়রাজি। সেখানে স্মরণকালের দুর্যোগ ঘটে গেল দিন কয়েক আগে। এখনও সে দু:সহ বেদনার ছাপ মুছে যায়নি দু:ঘটনায় পতিত মানুষগুলোর মন থেকে।

একের পর এক দুর্যোগ এসে যেন শেষ করতে বসেছে নয়নাভিরাম এই নগরীকে। সুন্দরের প্রশংসা করার চেয়ে এখন ব্যস্ত বেশি সমস্যার কথা প্রকাশে। দিনদিন ক্ষোভ বেড়ে চলেছে সমগ্র চট্টগ্রামবাসীর মনে। এ দায় কার? কে নেবে এর দায়ভার?
প্রতিক্ষণ/এডি/শাআ














