খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ
জেলা প্রতিবেদক
মোটর সাইকেল চালক আজিজুল হাকিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
সোমাবার থেকে এই সকাল- সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।
এতে করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলা থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পর্যটন জেলা খাগড়াছড়ির। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন চলাচল করছে না। তবে শহরতলীতে রিকশা ও মোটরসাইকেল চলছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সমর্থকরা অবস্থান করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয় মোটরসাইকেল চালক শান্ত। চারদিন পর গতকাল রবিবার মাটিরাঙার রিছাং ঝর্ণা এলাকা থেকে তার লাশ পাওয়া যায়।
প্রতিক্ষণ/এডি/এফটি














