খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তাকে দেখতে বুধবার সন্ধ্যায় সেখানে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার কিছু পর তিনি হাসপাতালে পৌঁছান।
সেসময় হাসপাতালে নিচতলায় অপেক্ষায় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যান খালেদা জিয়ার কক্ষ পর্যন্ত।
করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খালেদা জিয়ার পাশে তখন উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ ডা. জাফর ইকবাল প্রধান উপদেষ্টাকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা বিস্তারিতভাবে জানান।
প্রায় আধঘণ্টা হাসপাতালে অবস্থান করে ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে চিকিৎসায় প্রয়োজনীয় প্রতিটি সহায়তা অব্যাহত থাকবে।
চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিনসসহ যুক্তরাজ্য, চীন ও আরও কয়েকটি দেশের বিশেষজ্ঞরা অনলাইনে নিয়মিত পরামর্শ দিচ্ছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী চিকিৎসা চলছে।
দেশের মানুষের উদ্দেশে ড. ইউনূস বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনাও করেন। তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
গত ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হয়।
প্রতিিএডি/শাআ











