গণভোটের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই: হাসনাত

প্রকাশঃ নভেম্বর ১, ২০২৫ সময়ঃ ৮:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোটে যাওয়ার সিদ্ধান্ত দ্রুত নিষ্পত্তি করে এর আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেই।

শনিবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি কোনো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, অবশ্যই একটি আদেশ হতে হবে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টাকেই এই আদেশ দিতে হবে।”

নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক অন্তর্ভুক্তি বা কলা-বেগুন প্রতীক বরাদ্দ—কোনো বিষয়েই কমিশন স্পষ্ট নীতিমালা দেখাতে পারেনি। “মধ্যযুগীয় চিন্তাভাবনা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা স্পষ্ট নীতিমালা চাই।”

সংস্কার ইস্যুতে তিনি বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপি তাদের সঙ্গেই ‘হৃদ্যতাপূর্ণ’ সম্পর্ক বজায় রাখবে। “জামায়াত ও বিএনপি আমাদের সংস্কার প্রস্তাবগুলোকে সামনে এনেছে, তাই তাদের সঙ্গে সম্পর্কও তৈরি হয়েছে।”

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনও উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G