গণভোটে ‘না’ জিতলে অভ্যুত্থানের লক্ষ্য ব্যর্থ হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দাঁড়ানো এখন সব রাজনৈতিক শক্তির নৈতিক দায়িত্ব। তাঁর মতে, যদি গণভোটে ‘না’ পক্ষ জয়ী হয়, তাহলে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে।
মঙ্গলবার গণভোটকে সামনে রেখে আয়োজিত প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম জানান, এনসিপি স্পষ্টভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং জনগণকেও একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, কেউ যদি তাঁদের দলকে ভোট না-ও দিতে চান, তবু অন্তত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পথে সমর্থন জানানো উচিত।
তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে এই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াতে হবে। কারণ ‘হ্যাঁ’ জয়ী হলে সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে এবং জুলাই সনদের বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটে ‘হ্যাঁ’ পাস হলে গণ-অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো বদলের দাবি উঠেছিল, তার বাস্তব রূপ দেখা যাবে। বিপরীতে ‘না’ জয়ী হলে পুরোনো ব্যবস্থাই বহাল থাকবে, যা পুরো গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে।
প্রতি /এডি / শাআ










