গরমেও থাকুক মসৃণ হাত

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

গরমে রোদের তাপে হাতের অনেকটা ক্ষতি হয়ে থাকে।image_gallery

তাই হাত রোদ থেকে বাঁচাতে এবং আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন বিশেষ যত্ন।
আর স্লিভলেস পরতে হলে হাতের সৌন্দর্যের দিকটা বিশেষ লক্ষ রাখা জরুরি।hand care

কারণ স্লিভলেস পরতে হলে হাত পুরোটাই বের হয়ে থাকে।স্লিভলেস পোশাক পরার ক্ষেত্রে হাত এবং আর্মপিটের পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। এক্ষেত্রে হাত এবং আর্মপিটের অবাঞ্ছিত লোম দূর করা দরকার। এটি ঘরে বা পার্লারে করা যায়।

ঘরে করতে হলে বাজারে হেয়ার রিমুভিংয়ের জন্য বিভিন্ন পণ্য পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যায়। তবে এতে করে লোম ভিতর থেকে পরিষ্কার হয় না, তাই ত্বকে কালচে দাগ পড়ে যায়। এক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী হল ওয়াক্সিং।

এতে ত্বক পুরোপুরি লোমমুক্ত করা সম্ভব।
তবে ওয়্যাক্সিং করা হলেও ত্বকে কালচে ছোপ পড়ে যায়। আর তা দূর করার জন্য ফেয়ার পলিশ করান তাছাড়া নিয়ম করে ম্যানিকিউর করা উচিত

ঘরোয়া উপায়েও হাতের যত্ন

প্যাক:-

খানিকটাHome-Made-Milk-Face-Masks-with-rose-petals ময়দা এবং দানাদার চিনি, দুধের সঙ্গে মিশিয়ে হালকা গরম পানিতে হাত ভিজিয়ে রাখার পর হাতে লাগিয়ে ম্যাসাজ করলে এতে মৃত কোষ উঠে যাবে এবং হাত হবে কোমল।how_to_keep_hands_young

এরপর ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ চন্দনগুঁড়া, ১ চামচ মধু, খানিকটা টক দই এবং ১টি কলা একসঙ্গে মিশিয়ে স্ক্রাবিংয়ের পর হাতে লাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পর শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে হাতের ত্বক সুন্দর হবে।

তবে প্রতিদিনই স্লিভলেস না পরা উচিত কারণ গরমে স্বস্তি মিললেও অতিরিক্ত রোদের তাপে হাতের ত্বক পুড়ে যেতে পারে।Hands with manicured nails and red roses

তাই মাঝে মাঝে ফুল স্লিভ বা থ্রি-কোয়ার্টার হাতার ড্রেস পরলে হাতের ত্বকের ক্ষতি কম হবে।
তাছাড়া স্লিভলেস পরলে অবশ্যই রোদে বের হওয়ার কিছুক্ষণ আগে পুরো হাতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

প্রতিক্ষণ/ তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G