গরমে টিশার্ট

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ পূর্বাহ্ণ

1.01এখন আবহাওয়াটা নিজেই নিজের পটপরিবর্তন করতে বেশি সময় নিচ্ছে না। এই যদি হয় আবহাওয়ার অবস্থা তাহলে তার pসাথে চলা মানুষগুলোর কী অবস্থা। সেটা সত্যিই ভাববার বিষয়।

এ বছর গ্রীষ্মের শুরু থেকেই সময়ের সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। আর তার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। আর এই গরমে আরাম পাওয়ার জন্য পোশাক নির্বাচনে আলাদা গুরুত্ব দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে গরমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে স্বস্তির পাশাপাশি সৌন্দর্যটাকেও খেয়াল রাখতে হবে।lq

গরমে ছেলেদের জন্য সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে টি শার্ট। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের কাছে এই পোশাকের কোনো বিকল্প নেই। কারন টি-শার্ট, জিন্স, গ্যাবাডিন কিংবা অন্য প্যান্টের সঙ্গে বেশ মানিয়ে যায়।আর সব বয়সের মানুষ স্বাচ্ছন্দে তাদের পোষাকের তালিকায় রাখতে পারে টি-শার্ট।

ফ্যাশনে এখন গোল গলা ও কলারসহ দুই ধরনের টি-শার্টই বেশ চলছে। সেগুলো ফ্যাশনেবল  বটে।  টি-শার্টের কাপড় সম্পূর্ণ সুতি হলে তা বেশ আরামদায়ক হবে।তবে টি-শার্টে ও এসেছে নতুন ডিজাইন হাফ হাতার নিচের দিকে  ও কলারে ভিন্ন কাপড়ের ব্যবহার চলছে। এসব ছাড়াও ফতুয়া কাটের গলা বেশ চলছে এবার।

হাতা বা নিচের দিকে পাইপিং দেওয়ায় এসেছে নতুনত্ব। কাঁধে বা হাতায় একাধিক মোটা সেলাই দেখা যাচ্ছে। নিচের দিকে সম্পূর্ণ গোল বা হালকা কাটা। আর রং এর কথা বলতে গেলে বলতে হয় রং বিবেচনায়েও হতে হবে সুবিবেচক। কালো রং অতিরিক্ত তাপ শোষণ করে।

তাইh কালোর বাইরে এসে বেছে নিতে পারেন উজ্জ্বল রংগুলো। সাদা, নীল, ছাই, সবুজ, মেরুন, হলুদ, হালকা ফিরোজা, গোলাপি, লালচে ইত্যাদি রঙের টি-শার্ট পরতে পারেন।

চাঁদনী চক, নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট,চট্টগ্রামের নিউমার্কেট, আফমি প্লাজা, তামা কুমুন্ডি লেইন, হকার্স মার্কেটে  রয়েছে টি-শার্টের বিপুল সমাহার। এখানে সব দোকানে টি-শার্ট পাওয়া যায়।

দাম পড়বে গোল গলা ১৮০ থেকে ৩৫০ টাকা, কলারওয়ালা হলে ২৫০ থেকে ৫০০ টাকা। নিত্য উপহার, দেশী দশ, মেঘ, ওটু, স্মার্টেক্স, ইয়েলো, বিগবস ও ফ্রিল্যান্ডে টি-শার্ট কিনতে পারবেন ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।

 

 

 

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G