গুজরাটে বিট্রিশ আমলের সেতু ভেঙ্গে ৬০ নিহত

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০২২ সময়ঃ ১২:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ থেকে ২০০ কিলোমিটার (১২০ মাইল) পশ্চিমে মরবিতে অবস্থিত সেতু ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে আল-জাজিরা জানিয়েছে। সংসদ সদস্য মোহন কুন্দারিয়া নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

২৩০ মিটার এই সেতুটি ১৯ শতকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল। বহু বছর এটি চলাচলে বন্ধ থাকলেও সম্প্রতি সংস্কারের পরে জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল।

মরবি থেকে রাজ্য সরকারের মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেছেন, “ষাট জন মারা গেছে, 80 জনেরও বেশি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।”

টিভি ফুটেজে কয়েক ডজন লোককে তারের উপর আঁকড়ে থাকা এবং ভেঙে পড়া ব্রিজের বাঁকানো অংশ  দেখায় কারণে জরুরি দলগুলি তাদের উদ্ধার করতে সমস্যায় পড়ছে। সেতু ভেঙ্গে পড়ার সময় কেউ কেউ নদীর তীরে যাওয়ার চেষ্টা করার জন্য ভাঙা কাঠামোর উপরে উঠেছিল, অন্যরা সাঁতরে নিরাপদে চলে গিয়েছিল।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, সেতুটি ভার সামলাতে না পারায় ভেঙ্গে পড়েছে। আহমেদাবাদে অবস্থিত সাংবাদিক ভার্গব পারিখ আল জাজিরাকে বলেছেন ধর্মীয় ছুটির কারণে অনেক পর্যটক গুজরাটে ছিলেন। সেতুটি একটি পর্যটন আকর্ষণ যা উত্সব মৌসুমে যখন দিওয়ালি এবং ছট পূজা উদযাপন করা হয় তখন অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে।

স্থানীয় গণমাধ্যম কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, সেতুটি ভেঙ্গে পড়ার সময় নিহতরা ধর্মীয় অনুষ্ঠান করছিলেন।

সূত্র : আল-জাজিরা

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G