গোয়েন্দা শাখার প্রধান আজাদ স্মরণে ফেসবুক পেজ

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৭ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

সিলেটে জঙ্গি আস্তানার অভিযানে গুরুতর আহত হয়ে মৃত্যবরণ করা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) এর গোয়েন্দা শাখার প্রধান (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) লে. কর্নেল আবুল কালাম আজাদ স্মরণে একটি ফেসবুক পেজ খুলেছে র‌্যাব।

পেজটির নাম ‌‘রিমেম্বার লে. কর্নেল আজাদ বিপিএম,পিপিএম’। পেজটির ঠিকানা https://www.facebook.com/ltcolazad/। লেফটেন্যান্ট কর্নেল আজাদের কর্মজীবনে ভ্রমণসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া ১৯টি ছবি ছবি স্থান পেয়েছে পেজটিতে। সমবেদনা জানিয়ে পেজটিতে অনেকে নানা মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন লে. কর্নেল আবুল কালাম আজাদ। গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ঐ রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়েছিল। তবে বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচে রাখা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চল যান তিনি।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G