চট্টগ্রামে মাইকিং: নিষিদ্ধ সংগঠনের সদস্যকে বাসা ভাড়া দিলে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা
প্রতিক্ষণ ডেস্ক
চট্টগ্রামে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাসা ভাড়া না দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। সতর্কবার্তায় জানানো হয়েছে, এ ধরনের ব্যক্তিকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে এ ঘোষণা প্রচার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৭ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, মাইকে ঘোষণা দেয়া হচ্ছে— নতুন ভাড়াটিয়া নেয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। যদি কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে ভাড়া দেয়া হয় এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, সরকার ঘোষিত সব নিষিদ্ধ সংগঠনকে এভাবে বোঝানো হয়েছে। তবে নির্দিষ্ট কোনো সংগঠনকে আলাদাভাবে টার্গেট করা হয়নি।












