চবিতে ছিনতাইয়ের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত সোমবার (১৭ এপ্রিল) ঘুরতে আসা বহিরাগত তিন ছাত্রের ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪ জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের কর্মী ।

জানা যায়, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নাহিদ আলম, ইংরেজী বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইফতেখার উদ্দিন রিয়াজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সোহেল মিয়া।

বহিষ্কৃত ৪ জনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী বলে পরিচিত।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোঃ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, “গত সোমবার বহিরাগত তিন শিক্ষার্থীকে জিম্মি করে ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্বাহি ক্ষমতাবলে তাদের বহিষ্কার করা হয়।”

তিনি আরোও জানান, “কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবেনা এ বিষয়ে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে’।

একই সাথে তাদেরকে ক্যাম্পাসে, হলে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। যদি ক্যাম্পাসে বহিস্কৃতদের অবস্থান করতে দেখা যায় তাহলে আইন শৃঙ্খলা বাহীনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।”

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G