চবির এসবিএস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা-উৎসবে মেধাবৃত্তি পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

প্রথম প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন এস.বি.এস স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন সম্প্রতি আয়োজন করেছে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫”।

শনিবার বিকেল ৪টায় ভাটিয়ারী ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিন ইউনিয়নের প্রায় ৮০ জন জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মো. রহিম উদ্দিন।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য পৃথক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে এসএসসি পর্যায়ে ৩ জন এবং এইচএসসি পর্যায়ে ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর অর্জন করে বিজয়ী হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশে উৎসাহ জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ বলেন, “দক্ষ জনশক্তির মাধ্যমে দেশকে উন্নত করা সম্ভব। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে মেধার বিকল্প নেই। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। তোমরাই আগামীতে সীতাকুণ্ডকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।”

তিনি আরও বলেন, “সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতে শেখায় এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৪তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এহসান, এস.বি.এস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোলাইমান শওকত, সহ-সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন, সাবেক সাইফুদ্দীন, সাবেক সভাপতি ফোরকান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, সভাপতি নোমান ইদ্রিস, সাবেক সভাপতি নুর নওশাদ এবং সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন এস.বি.এস সভাপতি রায়হান উদ্দিন রাজু এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাকিব, ইসরাত জাহান, ইসরাত জেরিন ও ইসরাত ইউনুস।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে উচ্চশিক্ষার প্রতি অনুপ্রাণিত করা এবং তাদের মেধা ও অর্জনের স্বীকৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখা।

১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এস.বি.এস স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের অগ্রযাত্রা ও সমাজ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G