চবি অধ্যাপকের দাফন সম্পন্ন

প্রথম প্রকাশঃ মার্চ ৯, ২০১৭ সময়ঃ ৯:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ অপরাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন, চবি প্রতিনিধি:

সদ্য প্রয়াত চবির গণিত বিভাগের অধ্যাপক ও বীর মুক্তিযুদ্ধা ড. আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মরহুমের নিজ বাড়ী মিরসরাইয়ের জোরারগঞ্জে তাকে সমাহিত করা হয়।এর আগে বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী,প্রক্টর আলী আজগর চৌধুরী,বিজ্ঞান অনুষদের ডিন ড. শফিউল আলম,গনিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জাহেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিংয়ের নিজ বাসায় বিকেল ৪টার দিকে এই শিক্ষকের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।ড. আজাদের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রী ড. শাহানারা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ড. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন ছিলেন।  তার স্ত্রী প্রফেসর ড. শাহানারা বেগম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G