জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু, নিখোঁজ দুই
প্রতিক্ষণ ডেস্ক
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার বিকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চরভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২), ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)।
নিখোঁজ রয়েছে একই এলাকার কুলছুম ও বৈশাখী (১২) নামে দুই শিশু।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। পাঁচজন ডুবে গেলে এক শিশু দ্রুত বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও দুইজন এখনো নিখোঁজ।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম বলেন, “রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করা হবে।”














