জিজ্ঞাসাবাদ করা হবে ব্ল্যাটারকে

প্রথম প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন সদ্য ফিফার পদত্যাগকারী প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।

দুর্নীতি তদন্তের অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন নিউইয়র্ক টাইমস ।

এর আগে গত বুধবার সুইজারল্যান্ডের জুরিখে এক সংবাদ সম্মেলনে হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ৪০ বছর ফিফার সঙ্গে যুক্ত থাকা ব্ল্যাটার।

ব্ল্যাটার তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, দুর্নীতির সুষ্ঠু তদন্তের জন্য তিনি সরে দাঁড়াচ্ছেন। এজন্য দ্রুত ফিফার কংগ্রেস ডাকা হবে বলেও জানান তিনি।

ব্ল্যাটার বলেন, যেকোনো কিছুর চেয়ে আমি ফিফাকে ভালোবাসি। ফিফার ভালোর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত। ফুটবলের জন্য সর্বোচ্চ দিতেই আমি আবারো নির্বাচন করার সিদ্ধান্ত নিই। যদিও ফিফার সদস্যরা আমাকে আবারো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন, তবে তাদের সমর্থন বিশ্ব ফুটবলে সবার প্রতিনিধিত্ব করে না। এজন্য আমি আমার দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো।

এদিকে সুইস কর্তৃপক্ষও ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণের বিষয়টি নিয়ে তদন্ত করছে।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G