টানা দুই বছর পর খুলছে বান্দরানের কেওক্রাডং পর্যটন স্পট

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দুই বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে আগামী বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সর্বোচ্চ পর্বত চূড়া বান্দরবানের কেওক্রাডং পর্যটন স্পট। শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেয়।

প্রশাসন জানায়, আগে কেওক্রাডং ও তাজিংডং চূড়ায় পৌঁছাতে পর্যটকদের জীবনের ঝুঁকি নিতে হতো। সেনা প্রকৌশল বিভাগ রুমার বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত পাকা সড়ক নির্মাণের পর যাতায়াত সহজ হয়। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তৎপরতার কারণে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরিস্থিতি অনুকূলে আসায় ধাপে ধাপে এসব এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে রুমার বগালেক, থানচির তমাতুঙ্গি ও তিন্দু এবং রোয়াংছড়ির দেবতাকুম খুলে দেওয়া হয়েছে। রুমার ব্যবসায়ী জাফর উল্লাহ বলেন, “দীর্ঘ নিষেধাজ্ঞায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন। নতুন সিদ্ধান্ত আমাদের জন্য আশা জাগাচ্ছে।” বান্দরবান হোটেল-মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “এ পদক্ষেপে বান্দরবানের পর্যটন শিল্প নতুন গতি পাবে।’

বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হান জানান, “নীতিগতভাবে কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রজ্ঞাপন এখনো জারি হয়নি।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G