টি২০ বিশ্বকাপ : অভিজ্ঞতায় হেরে গেল আমিরাত

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২২ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মনে হয়েছিল নামিবিয়ার মতো আরব আমিরাত কোন অঘটন ঘটাতে পারে। কিন্তু সে সুযোগ দেয়নি নেদারল্যান্ড। ১ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ইউরোপের ক্রিকেট দলটি। টি২০-র আন্তর্জাতিক দুনিয়াতে ৯০টি ম্যাচে ৪৫টি জয় পাওয়া নেদার‌ল্যান্ড খেলেছে ৬৬ ম্যাচে ৩৩ জয় পাওয়া আমিরাতের বিপক্ষে। স্বাভাবিক নিয়মেই জয়টা নেদারল্যন্ডের পাওনা ছিল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আমিরাত ২০ ওভারে সংগ্রহ করে ১১১/৮। আমিরাতের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ ওয়াসিম ৪৭ বলে ৪১ রান। তবে মিডল অর্ডারে ১৬ ওভার শেষে যেখানে স্কোর ছিল ৯১/৩, সেখান থেকে ১৭.৩ ওভঅর অবদি ৮িটি রান যোগ করতেই আরো ১ উইকেটের পতন ঘটে। ৪র্থ জুটি যদি আরো কিছুটা সময় পার করতে পারতো তাহলে আমিরাতের লড়াই করার পুঁজিটা বেড়ে যেতে পারত। হয়তো সেক্ষেত্রে নেদারল্যান্ড ১১২ রানের বদলে আরো ১০ বা ১৫ রান বেশি করতে হত। অনেক কিছুই হতে পারত। আসলে অভিজ্ঞতাও একটা বড় ফ্যাক্টার। আমিরাত সেখানেই মার খেলেছে।

জবাবে ১১২ রানের মিশনে নেমে ৭ উইকেটে হারিয়ে নেদারল্যান্ড টার্গেটে পৌছে যায় ১৯.৫ ওভারে। এক পর্যায়ে নেদারল্যান্ডের স্কোর ছিল ১৩.৩ ওভারে ৭৬/৬। সেখান থেকে ৭ম জুটিতে টিমের ১৬ বলে ১৫ রান নেদারল্যান্ডের জয়টা হাতের মুঠোয় নিয়ে আসে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G