অস্ট্রেলিয়ানদের নতুন অধিনায়ক কমিন্স

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়ে গেছে। ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে মূল পর্বের খেলা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে স্বাগতিক অস্ট্রেলিয়া। যদিও স্বাগতিকরা প্রস্তুতি ম্যাচে হেরেছে ভারতের বিপক্ষে।

প্রস্তুতি ম্যাচে হারের পর দিনেই অসি ক্রিকেট বোর্ড দলে পরিবর্তনের ঘোষণা দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি চার দিন। এর আগেই বিরাট বদল অস্ট্রেলিয়ান ওডিআই দলে। নতুন অধিনায়কের নাম ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। গত মাসে অ্যারন ফিঞ্চ এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজ এলো নতুন অধিনায়কের নাম ঘোষণা।

ফিঞ্চ-র জায়গায় প্যাট কামিন্সকে অধিনায়ক করেছে অস্ট্রেলিয়া। টেস্টেও অধিনায়ক কমিন্স। এ বার এক দিনের ক্রিকেটের দায়িত্ব দেওয়া হল তাঁকে। ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হলেও অস্ট্রেলিয়ার ওপেনারের বদলে টেস্ট অধিনায়ককেই বেছে নিল ব্যাগি গ্রিনবাহিনী।

এক দিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ২৭তম অধিনায়ক কামিন্স। তিনিই প্রথম দ্রুত গতির পেসার, যিনি অস্ট্রেলিয়াকে এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন।

অধিনায়কের দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, “ফিঞ্চের নেতৃত্বে খেলে দারুণ উপভোগ করেছি। নেতৃত্ব দেওয়ার অনেক কিছু শিখেছি। আমাদের এক দিনের দলের অভিজ্ঞতা প্রচুর। এমন একটি দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে খুবই গর্বের।” ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্তা বেন অলিভার বলেন, “আমরা খুবই সৌভাগ্যবান যে, সব ধরনের ক্রিকেটে আমাদের এত অভিজ্ঞ ক্রিকেটার এবং নেতা রয়েছে। বোর্ড এবং নির্বাচকরা মনে করেছে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য কামিন্সই সেরা।” অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “টেস্ট দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে কামিন্স। আশা করি এক দিনের বিশ্বকাপেও ওর নেতৃত্বে ভাল খেলবে দল।”

সূত্র : ক্রিকইনফো

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G